COLLECTED FROM WHATSAPP ভারত স্বাধীন হওয়ার অনেক আগের কথা! ইংরেজ আদালতে দাঁড়িয়ে আছেন এক সিংহপুরুষ। মামলা চলছে এক মাওলানার বিরুদ্ধে। আদালত চত্ত্বরে অসংখ্য লোক। সবাইকে থ করে দিয়ে ঐ ব্যক্তির কন্ঠ থেকে বেরিয়ে এল সিংহনাদ! "ইংরেজের সৈন্য বাহিনীতে যোগ দেয়া মুসলমানদের জন্য হারাম।" জোর দিয়ে তিনি তিনবার এই বাক্য ঘোষণা করলেন। "ইংরেজের সৈন্য বাহিনীতে যোগ দেয়া মুসলমানদের জন্য হারাম।" পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন মাওলানা হাত জোড় করে হারাম ঘোষণা করা ঐ ব্যক্তিকে বললেন, "মহাশয়, আপনার উক্তি উঠিয়ে নিন, এ আপনি কি বললেন?" কিন্তু ওনার কথা তো ধনুক থেকে বেরোনো তীরের মত। যা বলেছেন তা তো হবেই। কোনো অবস্থায় নড়চড় হবে না। জানেন উনি কে ছিলেন? ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রনী নাম, এশিয়া উপমহাদেশের এই যুগের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, সৈয়দ মাওলানা হোসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। ইংরেজ অফিসাররা মাওলানার ফতোয়া শুনে প্রচন্ড রেগে উঠলো। প্রধান অফিসার বললো: হোসাইন আহমদ, তুমি কি জানো, এই ঔদ্ধত্যতার শাস্তি কি হতে পারে? মাওলানা মাদানী জবাব দিলেন, "তোমরাই ঠিক...